মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় পূজা মণ্ডপগুলোতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত : ১:২৫ অপরাহ্ন মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬৮টি পূজা মণ্ডপে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার ( ১১ অক্টোবর ) বিকেরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে উক্ত অনুদান হস্তান্তর করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি,লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা,লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আহসান হাবিব জিতু।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল, প্রবীণ শিক্ষক সুজিত পাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুচ্ছফা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক ছাত্রনেতা এসএম আবদুল জব্বার, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, সহ-সভাপতি হারুনর রশীদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন অভি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামীম হোসেন রবিন, তাঁতী লীগ যুগ্নআহবায়ক নজরুল ইসলাম, নাছির উদ্দীন, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক রুবেল,সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশেকে বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ হিসেবে উল্লেখ করে প্রাধান অতিথি আহসান হাবিব জিতু বলেন, প্রতি বছর দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়ে থাকে। এ বছরও একইভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

উৎসব চলাকালীন সময়ে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে বলেন তিনি।

আরো পড়ুন