রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত : ১১:১১ পূর্বাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মোঃ ইব্রাহিম নামে ২ বছরের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ( ১৪) সকাল ৯ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ভিল্যাপাড়ায় এই ঘটনা ঘটে।

স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার মনজুর আলমের পুত্র।

শিশুটির মামা নাজিম উদ্দিন জানান , সকালে ইব্রাহিম বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

কোথাও না পেয়ে বাড়ির পিছনের পুকুরে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন