শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত

প্রকাশিত : ৯:২৮ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পৃথক তিনদিনের ঘটনায় পদুয়া ইউনিয়নে পাগলা
কুকুরের কামড়ে মোট ১৩ জন আহত হয়েছে।

বিষয়টি পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন নিশ্চিত করেছেন।

আহতরা হল যথাক্রমে উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় ৪ জন যথাক্রমে শাহজাহানের পুত্র মুবিন (৫),রাবেয়া খাতুন (৬০),আনোয়ার হোছনের ৮ বছরের কন্যা এবং হদ্রিচ মেম্বারের ৫৫ বছরের স্ত্রী। উক্ত ২ জনের নাম জানা যায়নি।
পদুয়া ছগিরা পাড়ার জকরিয়ার পুত্র মোর্শেদুল আলম (১৬),ওসমান গণির স্ত্রী জন্নাতুল ফেরদৌস (২৯),মোঃ সজীবের কন্যা তাহমিনা সুলতানা(৭), ছালেহ আহমদ (৬০),নুরুল ইসলাম ভোলার স্ত্রী চাবেরা খাতুন (৬০),আহমদুর রহমানের পুত্র অছিয়র রহমান (৫৫),আশরাফ আলীর কন্যা সেলিনা আক্তার (৩৭) ও মোজাম্মেলের স্ত্রী (৩৫)তার নাম জানা যায়নি।২৬ জুলাই ১ জন। তাঁর নাম সাদেক উদ্দীন (২৭)।তিনি ও ছগীরা পাড়ার আবদুল মোতালেবের পুত্র।

স্থানীয়রা জানান, গত ১৬আগস্ট ৮জন এবং ১৭আগস্ট ৫জনসহ মোট ১৩জন পাগলা কুকুরের আক্রমণে গুরুত্বর হয়েছে।

পাগলা কুকুরটি অজ্ঞাতস্থান থেকে বিদুৎ গতিতে এসে আক্রমন করে পালিয়ে গিয়ে আত্নগোপন করে।যে কারণে জনগন তার গতিবিধি লক্ষ্য করতে পারেনা।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও সহকারী সার্জন নূসরাত জাহান বলেন, পাগলা কুকুর আক্রমনে আহত ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তন্মধ্যে ১ জনের অবস্হা গুরুত্বর। অবস্থার অবনতি ঘটলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হতে পারে বলেও তিনি জানান।

ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন জানান,কুকুরটি খুঁজে বের করে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

আরো পড়ুন