রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় জাতীয় কন্যা দিবস-২১ পালিত

প্রকাশিত : ১২:১৬ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় কন্যা দিবস-২১ পালন করা হয়েছে।
এবারে দিবসটির প্রতিপাদ্য হল ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে হব সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব`।

এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার দিদারুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,উপজেলা তথ্য আপা সুমাইয়া আকতারসহ অনেকেই।

সভায় শেষে বিভিন্ন মহিলাদের মাঝে গানের সরঞ্জাম ও কেরাম বিতরণ করা হয়।

আরো পড়ুন