শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৫:৫২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেল তারেকুল ইসলাম ইমন।
১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ কে এম আসিফুর নহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা। কমিটিতে স্থান সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছে তারেকুল ইসলাম ইমন ।
এদিকে, কমিটিতে স্থান পাওয়ায় তারেকুল ইসলাম ইমন জানান, বঙ্গবন্ধু আদর্শকে নিয়ে এগিয়ে যাবো। আমাকে মূলায়ন করায় দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।