রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় গাড়িভর্তি চোরাইকৃত গর্জন ও গামারি কাঠ জব্দ

প্রকাশিত : ৫:১৫ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় পৃথক অভিযানে গাড়ি ভর্তি ১শ’২০ ঘনফুট প্রাকৃতিক বাগানের গামারী গাছ ও ২৫০ফুট গর্জন কাঠ জব্দ করেছে পদুয়া বন বিভাগ।গতকাল বিকেলে পদুয়া রেঞ্জের আওতাধীন সাড়াশিয়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিষয়টি পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,সাড়াশিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রাকৃতিক বাগানে সৃজিত হতে ১২০ফুট গামারী কাঠ ও ২৫০ফুট গর্জন কাঠ বাগান হতে নিয়ে যাওয়ার সময় পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় ট্রাকসহ কাঠ জব্দ করলেও চালকসহ অন্যান্যরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান,গতকাল বিকেলে পৃথক অভিযান চালিয়ে হাংগর বিট কর্মকর্তা ও সঙ্গীয় বনবিভাগের একটি টিম সাড়াশিয়া এলাকা হতে ১২০ ফুট গামারি কাঠ এবং ২৫০ ফুট গর্জন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত গামারী ও গর্জনকাঠের মূল্য প্রায় ৩লক্ষ ১০হাজার টাকা বলেও তিনি জানান।

আরো পড়ুন