লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের কুলপাগলির পাহাড়ি এলাকায় পাহাড়ে গলায় ওডনা পেঁচানো অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।স্থানীয় এলাকার বাসিন্দা নুরুল কবির জানান, দুপুরে আবুল ফয়েজ নামে এক ব্যক্তি পাহাড়ে পানের বরজে বাঁশ বাঁধার জন্য লাতা কাটতে যায়।এসময় লাশটি দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে আমিসহ এলাকার মানুষ গিয়ে দেখি লাশটি দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিই। তিনি আরো বলেন, লাশের পরনে ছিল কালো বোরকা, পাশে এক জোড়া স্যান্ডেল রয়েছে।এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদুল ইসলাম।তিনি জানান, স্থানীয়রা মৃতদেহটি দেখে আমাদের থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি মৃতদেহটির গলায় ওড়না পেঁচানো অবস্থায় রয়েছে। তবে ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। উদ্ধারকৃত নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।