রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় কোরবানির পশুর হাটে লিফলেট বিতরণ করলেন ওসি জাকের

প্রকাশিত : ৬:১১ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় করোনা ভাইরাসের কারণে কোরবানি পশুর হাটে গরুর বাজার জমে উঠলে ক্রেতা ছিল তেমন।গরুর বাজারে সরকারী নির্দেশনা রয়েছে যে স্বাস্হ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালনা করতে হবে। বিগত কয়েকদিন পুর্বে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে ইজারাদারদের সাথে মতবিনিময় করেছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।স্বাস্হ্যবিধি মেনে ইজারাদারদের কোরবানীর পশুর হাট পরিচালনার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।

২৭জুলাই সোমবার উপজেলার দরবেশহাট ও চরম্বার নাপারটিলা বাজারে পশুর হাট বসেছে।
হাট বাজার পরিদর্শন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

এসময় তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে গরুর বাজারে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সকলকে লিফলেট বিতরণ করেন।

ওসি জাকের হোসাইন জানান,মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উপজেলার সকল পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেছি। মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। হাটে আসা ক্রেতা- বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
চাঁদাবাজ ও জাল টাকা রোধে আমাদের থানা পুলিশের সবসময় তৎপর রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন