বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:২১ অপরাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুপবান পাড়া এলাকায় এক ব্যক্তির বসতঘরের দেওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগি মোজাহের আহমদের পুত্র রবিউল হোসেন বাদী হয়ে তার বড় ভাই বাবুলকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাদী এবং বিবাদী আপন ভাই। রবিউল হোসেন দীর্ঘদিন ধরে কক্সবাজার ব্যবসায় পরিচালনার সুবাধে সেখানে অবস্থান করেন। কিন্তু প্রতিপক্ষ তার মাটির বাড়ির দেওয়ায় ভেঙ্গে দেয়।
রবিউল হোসেন জানান, আমি কক্সবাজারে ব্যবসা করি। তাই কক্সবাজারে পরিবারকে নিয়ে বসবাস করি। কিন্তু আমার বসতঘরের মাটির দেওয়াল ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু,বিচারের জোর দাবী জানাচ্ছি।
অভিযোগ হাতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় পুলিশ ফোর্স। তিনি জানান, আমি আপাতত উভয়পক্ষকে কাজ না করার জন্য নিষেধ করেছি। উভয়পক্ষকে ডেকে সমাধানের আশ্বাস দেন তিনি।
অভিযুক্ত বাবুল জানান,আমার জায়গায় আমি বাড়ি নির্মাণ করেছি। তার বাড়ির দেওয়াল আমি ভাঙ্গিনি। ঘটনাটি সত্য নয় বলেও দাবী করেন তিনি।