মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১:২৬ অপরাহ্ন মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মুজিববর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি প্রস্তুতি,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিন করা হয়েছে।

১৩ অক্টোবর(বুধবার) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‌্যালী শেষে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

 

 

 

 

লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি মুুহাম্মদ রায়হান সিকদারের সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম মানিক, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর, লোহাগাড়া ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার দেব প্রসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী শুভংকর চাকমা প্রকাশ বাবু।

 

 

 

এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষকবৃন্দরা উপস্হিত ছিলেন।

সভায়য় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণমূলক সংস্কৃতি সারাবিশ্বে বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় অনুসরণীয় মডেল হিসেবে অধিষ্ঠিত করেছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতি গ্রহণে সবার মাঝে সচেতনতা সৃষ্টিতে এ উদ্যোগ সহায়ক হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন