শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন

প্রকাশিত : ৮:৪০ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর ( সোমবার) সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা, গনস্বাক্ষর, র্্যালীসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

লোহাগাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ তৌছিফ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রথমে নিজে দূর্নীতি মুক্ত হতে হবে। তাহলে সমাজ দূর্নীতি মুক্ত হবে।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন