নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ফার্নিচার বোঝাইকৃত পিক-আপ গাড়ি জব্দ করেছে চুনতি বন বিভাগ।
৫ নভেম্বর সকালে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে চুনতি সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ নিশ্চিত করেছেন।
জানা যায়,পিক-আপ যোগে অবৈধভাবে ফার্নিচার গুলো নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে উল্লেখিত সময়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজের নেতৃত্বে বন বিভাগের একটি টিম চুনতি রেঞ্জের, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভান্ডারী ডেবা নামক স্থানে হতে অবৈধ ফার্নিচার বোঝাইকৃত পিক-আপ গাড়ী (যার নং চঃ মেঃ ন ১১-৮৫৪৪) জব্দ করা হয় ।
এসময় সাথে ছিলেন। হারবাং বনবিট কর্মকর্তা শাহীনুর রহমান বিপ্লব
সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান,অবৈধভাবে চট্টগ্রাম-কক্সবাজার দিয়ে বোঝাইকৃত পিক-আপ যোগে ফার্নিচার নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় চুনতি রেঞ্জের আওতাধীন বনবিভাগের একটি টিম মহাসড়কের ভান্ডারী ডেবা নামক স্থানে হতে অবৈধ ফার্নিচার বোঝাইকৃত পিক-আপ গাড়ী জব্দ করি। এ ব্যাপারে বন বিভাগের মামলা রুজু মামলা ৪হার/২০২০-২১ রুজু করা হয়েছে।
অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বর্তমানে জব্দকৃত গাড়িটি বন বিভাগের হেফাজতে নিয়ে বলে জানা গেছে।