রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পাহাড়ী এলাকায় প্রতিষ্টিত প্রসিদ্ধ চরম্বা ওমর আলী মহাজন জামে মসজিদ। এটি ঐতিহাসিক মহাজন জামে মসজিদ অতি পাচীন আমলের।জানা যায়,১৮০০ খ্রিষ্টাব্দে এই মসজিদটি প্রতিষ্টিত হয়েছে।এ মসজিদের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এ মসজিদে সারাদেশের বিভিন্ন এলাকার মুসলিম ধর্মালম্বীর মানুষ প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে আসে।তৎমধ্যে মুসলমানের মসজিদে জিকির আজকার, প্রার্থনা, ইবাদত বন্দেগী করেন। কেউ মোমবাতি, হাদিয়া– নাজরানা দিচ্ছেন মসজিদের দানবাক্সে।প্রতি শুক্রবারে হাজার হাজার মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এ মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন চরম্বা ইউপির সাবেক মেম্বার সমাজসেবক মুহাম্মদ শাহ আলম চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ আলমগীর। মসজিদ পরিচালনা কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রতিধিসহ সমাজের বিত্তবানদের সহযোগীতা নিয়ে এই মসজিদে নতুন ভবন নির্মিত হয়েছে।
তবে,মসজিদ ভবনে নির্মাণের কিছু অংশ কাজ অবশিষ্ট রয়েছে। কাজ করতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগীতা।প্রসিদ্ধ চরম্বা মহাজন জামে
মসজিদের উন্নয়নের জন্য সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজিমুদ্দিন নদভী এমপি এগিয়ে এসেছেন।
প্রসিদ্ধ চরম্বা ওমর আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ আলমগীর জানান,আমাদের চরম্বা ইউনিয়নের এই মসজিদের ইতিহাস অনেক প্রাচীনতম। মসজিদের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। প্রতি শুক্রবার এ মসজিদে নামাজ আদায় করতে হাজার হাজার মুসল্লীদের সমাগন হয়ে থাকে।বর্তমান সরকারের প্রতি আবেদন এই মসজিদের কর্মকান্ডের জন্য বরাদ্দ রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও
নান্দনিক,দৃষ্টিনন্দন মসজিদের নতুন ভবনের অবশিষ্ট কাজ সম্পুন্ন করতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
এই মসজিদে যেভাবে যাবেন:
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসে করে লোহাগাড়া বটতলী স্টেশন এবং পদুয়া স্টেশনে নামলে ওই মসজিদে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যাবে।সিএনজি গাড়ি করে সরাসরি প্রসিদ্ধ চরম্বা মহাজন জামে মসজিদে যাওয়া যাবে। 01811986458