শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:৫০ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার পদুয়া হরি মন্দির কেন্দ্রীয় হরিমন্দির কমপ্লেক্সে ধান্যপুণ্য তিথি উপলক্ষে পাঁচ দিনব্যাপী ৪৯তম তারকব্রহ্ম মহানামযজ্ঞ বিভিন্ন মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
৯ জানুয়ারী ( বৃহস্পতিবার) রাত ৯ টায় প্রথম দিন প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের পূষ্যাভিষেক যাত্রা উপলক্ষে ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলার পদুয়া কেন্দ্রীয় হরি মন্দির কমপ্লেক্সের সভাপতি শ্রী সুনীল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন জিয়াউল হক চৌধুরী বাবুল।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মহান আশির্বাদক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।
পদুয়া সার্ব্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে সাধারণ সম্পাদক প্রকৌশলী রতন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ।
বক্তব্য রাখেন,লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আলহাজ্ব ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিটু দাশ বাবলু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর নীলু নাগ,কক্সবাজারের বেসরকারি কারা পরিদর্শক মাসুকুর রহমান বাবু ও মীননাথ ধর , ডা: রিটন দাশ,শিবু রঞ্জন পাল প্রমুখ।
দ্বিতীয়দিন শুভ অধিবাস, তৃতীয় ও চতুর্থ দিন ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মধ্য দিয়ে ঊষালগ্নে সম্পন্ন হবে। এছাড়া ধর্মীয় সংগীতাঞ্জলি, বস্ত্রদান, পুরস্কার বিতরণ করা হবে।