রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় বন্য হাতির আক্রমণে নুরুল আলম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিষয়টি স্হানীয় যুবলীগ নেতা মুহাম্মদ খানে আলম নিশ্চিত করেছেন।
শনিবার রাত ৮টার ৩০মিনিটের দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় পুর্ব মাইজবিলা কবরস্হান মুড়া এ ঘটনা ঘটে।
নিহত কৃষক নুরুল আলম ওই এলাকার মৃত মৃত আবদুস সোবাহানের পুত্র।
চরম্বা ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানান, রাত ৮টা ৩০মিনিটের সময় কৃষক নুরুল আলম পুর্ব মাইজবিলা কবরস্হান মুড়া এলাকায় তার পাকা ধান খাচ্ছিল বন্যহাতির দল। খবর শুনে তিনি সিএনজি যোগে ঐ এলাকায় যাওয়ার সময় হঠাৎ একদল বন্য হাতি তার পথ গতিরোধ করে তার উপর আক্রমণ চালায়।এতে নুরুল ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র`র নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে এলাকাবাসীরা আতংকে রয়েছে। পুর্ব মাইজবিলা বাসী সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।