শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ার চরম্বায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও তৌছিফ আহমেদ

প্রকাশিত : ১:২২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পুর্ব মাইজবিলা কবরস্হান মুড়া এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত নুরুল আলমের পরিবারের পাশে দাঁড়ালেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ এবং ওই এলাকার মরিচ্চ্যা ঘোনায় বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪পরিবারের বসতঘর পরিদর্শন ও তাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৯ডিসেম্বর সকালে ইউওনও তৌছিফ আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এসময় উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, চরম্বা ইউপি মেম্বার মুহাম্মদ জয়নাল আবেদীন ও সাবেক মেম্বার মুহাম্মদ কালু।

 

 

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন,বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল আলমের পরিবারকে এবং বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ীর লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন