বুধবার, ২৬ জুন ২০২৪

লোহাগাড়া মা-শিশু হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা

প্রকাশিত : ৮:০৭ অপরাহ্ন বুধবার, ২৬ জুন ২০২৪

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া মা- শিশু হাসপাতালের উদ্যোগে আজ ২৭আগষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দরিদ্র রোগীদের খাবার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী ও সমাজকর্মী রিজিয়া রেজা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া মা-শিশু হাসপাতালের এমডি ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া মা-শিশু হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এম খালেদ সাইফু,হাসপাতালের পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক নিবাস দাশ সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও হাসপাতালের গাইনী রোগের চিকিৎসক ডাঃ রোজি সিদ্দিকী, হাসপাতালের পরিচালক মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ রশিদ আহমদ, মুহাম্মদ আখতার আহমদ, মুহাম্মদ আনছার, মুহাম্মদ সোহেল,মুহাম্মদ শাহাব উদ্দিন, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ব্যবসায়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সাংসদ ড.নদভীর ভাগিনা ব্যবসায়ী মুহাম্মদ ওবাইদুল হক,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুওয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফুল ইসলাম ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু প্রমুখ

এসময় সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নাজিমুদ্দিন নদভী এমপির সহধর্মিণী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে আগত বিভিন্ন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

উল্লেখ্য,সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতালে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা হতে হাসপাতালে আগত রোগীদের কাছ থেকে সৌজন্য ফ্রি হিসেবে ৫০টাকা নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরো পড়ুন