লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা গত ১০ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রেস ক্লাবের আহবায়ক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এম.এম আহমদ মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক আজাদী প্রতিনিধি মো: জামল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য পুষ্পেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সেলিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি ডা: এম.কামাল উদ্দিন, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি এম. সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি কাইছার হামিদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: তাজ উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি এইচ.এম জসিম উদ্দিন, দৈনিকি যায়যায়দিন প্রতিনিধি আব্দুল জব্বার ফিরোজ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক বর্তমান প্রতিনিধি মনির আহমদ আজাদ, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহেদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রায়হান সিকদার, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খোকন সুশীল, দৈনিক খবর পত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: মিনহাজ উদ্দিন।
সভায় নতুন ১১ জনের সদস্য পদ অনুমোদন, গঠনতন্ত্র অনুমোদন, ভোটার তালিকা অনুমোদনসহ আগামী ১৭ নভেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠনের সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে গৃহীত হয়। আহবায়ক কমিটির তত্বাবধানে দ্ব্-িবার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হবে।