রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ৫ দোকানীকে ১৩হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়হাতিয়ার বিজিসেনের হাটে
এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
জানা যায়, ভোক্তা অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষুধ রাখার অপরাধে বড়হাতিয়ার বিজিসেনের হাটে
মমতাজ ফার্মেসী ২হাজার টাকা, হাফেজিয়া ফার্মেসী ২হাজার টাকা, মিজান স্টোর ৪হাজার টাকা, নুরুল কবির স্টোর ২হাজার টাকা, মুহাম্মদ ইসমাঈল সওদাগর ৩হাজার টাকাসহ মোট ১৩হাজার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়া ও উপজেলা ভূমি অফিসের নাজির সমীর চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব পদ্মাসন সিংহ জানান,ভোক্তা অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষুধ রাখার অপরাধে ৫দোকানীকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং তাদেরকে সতর্কীকরণ করা হয়।