রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ওই এলাকার সোনা মিয়ার পুত্র এবং সে ৮সন্তানের জননী।
২৯ মে (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম(বার)` সঙ্গীয় পুলিশ ফোর্সদের নিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এসআই শরীফুল পিপিএম(বার) জানান, বৃদ্ধা নারী মানসিক ভারসম্যহীন। বৃদ্ধা ফাতেমা বেগম তার নিজ বাড়ির কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। বুধবার সকালে তার লাশের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান অবহিত করলে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের কোন ধরণের আপত্তি না থাকায় মৃত্যুর কারণ কোন সন্দেহ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।