লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের চান্দারকুল এলাকায় চাষাবাদের সুবিধার্থে উপজেলা কৃষি অফিসারের অনুমতিক্রমে চান্দা খালে অস্থায়ী বাঁধ স্থাপন করে স্কীম পরিচালনা করেন ওই এলাকার চাষাবাদরা।
গত ১৯ ডিসেম্বর রাতে কিছু দুর্বৃত্তরা উক্ত স্কীমের বাঁধ কেটে দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত চাষাবাদ মোঃ মানিক।
অভিযোগ সুত্রে জানা যায়,ওই স্কীম পরিচালনা করার জন্য অনেক চাষারা কাজ করেন। এবং একলক্ষ টাকা খরছ করে ওই স্কীমের বাঁধ তৈরি করেন চাষারা। কয়েকদিন থেকে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে চাষাদের কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে স্কীমের বাঁধ কেটে ফেলে। যার ফলে চাষাদের প্রায় ১০০ কানি বোরো ও শীতকালীন সবজি আবাদ এবং ধান ক্ষেত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে চাষারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।তদন্তপুর্বক ব্যবস্হা নেওয়া হবে।