সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:১৪ অপরাহ্ন সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনকে যানজট মুক্ত রাখার জন্য কঠোর ভুমিকা পালন করতে দেখা যায় বটতলী শহর উন্নয়ন কমিটি।
রবিবার ( ১২ ডিসেম্বর ) সকাল ১০ টায় বটতলী কাঁচা বাজার থেকে শুরু করে চৌধুরী সড়ক পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে ফুটপাত দিয়ে হাঁটার মতো পরিস্থিতি নেই সেখানে।
যে কারণে যানচলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। তাই আমরা অভিযান চালিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এবং সড়কের পাশে বসে মালামাল বিক্রি না করতে নিষেধ করে দিয়েছি।
অভিযানে লোহাগাড়া ট্রাফিক পুলিশ পরিদর্শক আজম মাহমুদ, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ শাহজাহান, সদস্য আকতার হোসেন, সলাহ উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।