৩য় বারের মত সম্পন্ন হল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা – ১৯। ছদাহা থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এই সংবর্ধনা প্রদান করা হয় । নগরীর সিআরবিতে অবস্থিত তাসফিয়া গার্ডেনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ছদাহা.CoM এর আয়োজনে ঢাকার চকবাজারস্থ হাজী স্টোর এর সহযোগিতায় এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডা. নাছির উদ্দিন এফসিপিএস (বিসিএস, স্বাস্থ্য) , শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, ব্যংকার আরিফুল ইসলাম চৌধুরী এবং বিশিষ্ট উদ্যোক্তা ওসমান গণি।
এতে সর্বশেষ সেশনে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ও ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া উপস্থিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্টসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এরপর উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গ্রামীন পরিবেশে থেকে ভাল ফলাফল করা বা ভাল কোন প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া খুব সহজ কথা নয়। তোমরা যারা তা করে দেখিয়েছ তোমরা অবশ্যই মেধাবী এবং ভাগ্যবান।তবে এতেই আত্মতৃপ্ত হয়ে হারিয়ে গেলে হবে না। তোমাদের পথ অনেক বাকি । এ বাকি ধাপগুলোও তোমাদের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার সাথে শেষ করতে হবে। আর পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার চাইতে আদর্শ,দেশপ্রেমী ও সৃজনশক্তি সম্পন্ন শিক্ষার্থী হওয়াকে বেশি গুরুত্ব দিবে (কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ানটিটি) । ছাত্রজীবন ও কর্মজীবনে যতটুকু সম্ভব নিজ গ্রামের কথা স্মরণ রাখতে হবে।তোমাদের চলার পথ শুভ হোক। সাধ্যমত সহযোগিতা নিয়ে আমরা সবসময় পাশে থাকব।
অনুষ্ঠানটি শাহাদাত হোসেন শুভ এর সঞ্চালনায় শওকত হোসেন শেফাত,মনজুর আলম ও জিসানুর রহমনের সমন্বয় ও তত্ত্বাবধানে সমাপ্ত হয়। সংগৃহিত সংবাদ