লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও বেশী দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর স্বরণে বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন,আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক ও তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে দানবীর হাফেজ কামাল , আমিরাবাদ জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জকরিয়া, মধ্য পুটিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আহমেদ, লোহাগাড়া মজিদের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।