শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) এ রাত ৪টা ২০ মিনিট থেকে তকরির শুরু করে আন্দরকিল্লাহ শাহী জামে মসিজদের খতিব আলহাজ শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি বলেছেন যারা আজকে মাহফিল বন্ধ করে দেন তাদের দুনিয়া আখেরাত দুটিই বরবাদ। তাদের পরাজিত হবেই হবে। এর আগে বাদে মাগরিবের আগের কানায় কানায় পূর্ণ হয়েছে ১৩ একর জমি বিশিষ্ট সীরত ময়দান। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের পৃথক ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে আন্দরকিল্লাহ শাহী জামে মসিজদের খতিব আলহাজ শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ও গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মালেক। এর আগে বায়তুশ শরফের পীর বাহরুল উলুম হযরত শাহ মাওলানা কুতুব উদ্দিন, আলহাজ মাওলানা খন্দকার মাহবুবুল হক,ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, জাকারিয়া আল হোসাইনি, ড. মাওলানা সাদেকুর রহমান আল আজাহী তাকরির পেশ করেছেন। । তাকরির শেষে ফজরের নামাজের আগে শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি আখেরী মোনাজাত করার কথা রয়েছে