রায়হান সিকদার,দেশবাংলাঃ
আসুন, গাছ লাগাই পদুয়া ১নং ওয়ার্ডের এলাকার মানুষ বাঁচাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে লোহাগাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
৩০ জুন সকালে উপজেলার পদুয়া ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার আমানুল হক আমানের উদ্যোগে বিভিন্ন এলাকায় স্কুল,মাদ্রাসায় বৃক্ষ রোপনের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পদুয়া ইউপি সদস্য আমানুল হক আমান।
তিনি জানান,আমার স্বপ্ন,আমার গ্রাম। বৃক্ষরোপন গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। আমার ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে আজ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে সকল ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গনে নারিকেল, জলপাই ও বাদাম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি -২৪ হাতে নিয়েছি। আজকের কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।