নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারী খাগড়াছড়ি মানিকছড়ি তিনট্যহরী বাজার পাড়ার মৃত সেলিমের পুত্র মনির(২৮)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেল থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৬ অক্টোবর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।