রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবন করে বাবা-মাকে মারধরের ঘটনায় ছেলেকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্তের নাম মাঈনুদ্দিন (৩০) তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের পুর্ব হাঙ্গরকুল এলাকার নজরুল ইসলামের পুত্র।
১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
জানা যায়, গত কয়েকদিন ধরে মাঈনুদ্দিন মাদকাসক্ত হয়ে তার মা-বাবা ও বোনকে বাড়িতে এসে মারধর করতে থাকে। যন্ত্রনা সহ্য করতে না পেরে তার মা দিলোয়ারা বেগম বাদি হয়ে ছেলে মাঈনুদ্দিন কে অভিযুক্ত করতে একটি অভিযোগ দায়ের করেন।লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামের নির্দেশে এএসআই মশিউর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স সাথে নিয়ে পুর্ব পদুয়া হাঙ্গরকুল নিজবাড়ি থেকে তাকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন করার দায়ে উক্ত যুবককে ২মাসের সাজা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,মাদক সেবন করে মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলে মাঈনুদ্দিনকে ২মাসের সাজা প্রদান করা হয়।