রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হেলাল উদ্দিন(৩১) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এসময় তার কাছ থেকে ১৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১ জুলাই বিকেল ৪টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি টিম উপজেলা সদরে বটতলী স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে।
আটক হেলাল উপজেলা সদরে খাঁন মোহাম্মদ সিকদার ঘাটাস্থ মজিদের পাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই আজাদ উদ্দিন জানান, হেলাল কিছুদিন ধরে মাদক ব্যবসায়ার সাথে জড়িত। সোমবার বিকেলে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় বটতলী স্টেশন এলাকায় হাতেনাতে ১৭০পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হই। আটককৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।