রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
১৪ নভেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি রাণী দে`র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও সাংসদ ড.নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর একান্ত আস্হাভাজন, ঐতিহ্যবাহী উত্তর আমিরাবাদ চৌধুরী পরিবারের সুযোগ্য পুত্রবধু সমাজসেবী কামরুন্নাহার বেবি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা বেগম, ইয়াছমিন,হুরে জান্নাত, হামিদা ইয়াছমিন, রুমানা আকতার।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাজির আলী মুন্সীর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জিয়া উদ্দিন জিয়া।
অনুষ্টান শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র,শিক্ষা উপকরণ ও গিফট সামগ্রী বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।