শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে নারীকে হয়রানি, দুই পুলিশ বরখাস্ত

প্রকাশিত : ৪:০২ অপরাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে মধ্যরাতে একটি চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীর সঙ্গে পুলিশের অশোভন আচরণ ও বাদানুবাদের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের ওই দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।  

ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ভিডিওকারী ওই পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি কমিশনার স্যারের অনুমতিক্রমে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আশা করি এবং অবশ্যই আপনারাও আশা করবেন যে, মামলার মাধ্যমেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

ভিডিওতে এক অংশে দেখা যায়, ওই নারী অভিযোগ করছেন যে পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, ‘আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না, বাসা থেকে শিক্ষা দেয়নি? বেয়াদব মেয়ে।’ এমন কথোপকথনের ছয় মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশের সমালোচনায় মেতে উঠেন অনেকে।

ভিডিওতে জানা যায়, হয়রানির অভিযোগকারী ওই নারী রাজধানীর ডেমরা এলাকার অধিবাসী।

আরো পড়ুন