শহীদুল ইসলাম বাবর
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম রাইয়ান বিন হারুন (২৩)। রাইয়ান সোনাকানিয়া ইউনিযনের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিন হাতিয়ারকুল পাড়ার বদিউর রহমান সওদাগর বাড়ির হারুনুর রশিদের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের জেঠাতভাই মোহাম্মদ জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ সেপ্টেম্বর বুধবার সৌদিআরব সময় সকাল সাড়ে ১০ টার ( বাংলাদেশ সময় দুপুর দেডটা) সময় সৌদিআরব এর মদীনা আলোলা নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেন। বুধবার এক্সিডেন্ট করলেও রাইয়ানের মৃত্যুর খবরটি আজ বৃহ্সপতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় পরিবার জানতে পারে। নিহতের জেঠাতভাই মোহাম্মদ জোবায়ের জানান,বিগত ৪ বছর আগে রাইয়ান সৌদিআরব যান। সে ঐখানে একটি ঘড়ি ও মোবাইলের দোকানে চাকুরী করত। দোকানের ৮ ঘন্টা ডিউটি শেষে গাড়ি চালিয়ে বেড়ানোর সময় মদীনার আলোলা নামক স্থানে সে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। রাইয়ানের বাবা খুবই অসুস্থ। রায়হানরা ৩ ভাই ১ বোনের মধ্যে সে সবার বড়। বড় ছেলে হিসেবে পরিবারে সচ্ছলতা আনতে গিয়ে চিরতরে হারিয়ে গেল সে। সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, রাইয়ানের পারিবারিক সূত্রে জানতে পেরেছি মদীনা আলোলা নামক স্থানে গাড়ি এক্সিডেন্ট করে রাইয়ান মৃত্যুবরন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।