বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

মদপান করার দায়ে লোহাগাড়ায় ৩জনকে বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত : ১:৩৬ অপরাহ্ন বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মদপান করে মাতলামি করার দায়ে তিন জিনকে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন যথাক্রমে উপজেলার চুনতি ইউনিয়নের নাজির পাড়ার তজু মিয়ার পুত্র মোঃ আলম প্রকাশ ওয়ালেন (৬৩), একই ইউনিয়নের পেঠানের পাড়া এলাকার খলিল মেম্বারের পুত্র নেজাম উদ্দিন নেজাম(৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের নাপিত পাড়ার রবিদ্র রুদ্রের পুত্র সুমন রুদ্র (৩৮)।

২৭ জুন বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই পিয়ার হোসেন, এসআই একেএম আজাদ উদ্দিন,উপজেলা ভূমি অফিসের স্টার্ফ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট,রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী সিএনজিতে মদপান করে মাতলামি করার সময় চট্টগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম গাড়ি থামিয়ে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে ৩জনকে আটক করে। মদ পান করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সনের ১০(চ) ৩৬(৫) ধারামতে তাদের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫দিনের বিনাশ্রম জেল এবং ৫০টাকা জরিমানা প্রদান করা হয়। ভবিষ্যতে তারা মদ পান করবেনা মর্মে অঙ্গীকার প্রদান করেন। মদ পান করে কেউ মাতলামি করলে ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

আরো পড়ুন