শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ২:১০ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন ধরণের ব্যালটে হাত দেওয়া যাবেনা। স্বচ্ছলতার মাধ্যমে সকল কে দায়িত্ব পালন করতে হবে। কেউ কোন প্রকার ভয় পাওয়ার কারণ নেই।
৩১ মে (শুক্রবার) সকালে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহা-পরিচালক আসাদুজ্জামান এসব কথাগুলো তুলে ধরেন।
মহা-পরিচালক আরও বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীকে বলছি, দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন। ভোটারদের কাছে অনুরোধ করি, আপনার ভোট অতি মূল্যবান। কোনও রকম প্রলোভন, প্ররোচণা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, কোনও বাহিনীর নির্লিপ্ততা বা নিষ্ক্রিয়তায় ভোটগ্রহণ ব্যাহত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। কেউ সহিংসতা বা নাশকতামূলক অবস্থা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করতে হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ সহকারি রিটার্নিং কর্মকর্তা মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনআইডি পরিচালক হাছানুজ্জামান এবং ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলার ৯ইউনিয়নে ৭১টি কেন্দ্র। এর মধ্যে অতিরিক্ত দায়িত্বসহ ৮১জন প্রিজাইডিং অফিসার, ৫৮৫জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৫% বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোট ৬`শ অধিক সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১হাজার ২`শ অধিক পুলিং এর দায়িত্ব পালন করবেন।