শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ভ্যাকসিন টিকা নিন,সুস্হ থাকুন, করোনার টিকায় ঝুঁকি কমায়ঃ ডাঃ মোহাম্মদ হানিফ

প্রকাশিত : ১০:৪৩ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় দিন দিন করোনার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য সকলের সচেতন হওয়া দরকার।সরকারীভাবে নির্দেশনা রয়েছে সবাইকে টিকা গ্রহণ করার জন্য। টিকা গ্রহণ স্বাস্হ্য ঝুঁকি কমায়।

লোহাগাড়ায় জুলাই মাস থেকে ৩আগস্ট পর্যন্ত করোনার টিকা স্যাম্পলের সংখ্যা ৫৮২জন। ৫৮২জনের মধ্যে ২৮৭জন করোনা পজেটিভ।
২জনের মৃত্যু। যার আনুমানিক সংখ্যার হার ৫০%।

৩ আগস্ট সকাল সাড়ে ১০টার লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের এসব তথ্যগুলো জানিয়েছেন।

তিনি জানান, করোনা টিকা নিন, সুস্হ থাকুন। সবসময় মাস্ক ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ দুরদর্শিতায় সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। লোহাগাড়ার মানুষ স্বাস্হ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন টিকা গ্রহন করছেন। আন্তরিকতায় প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে আগামী ৭আগস্ট থেকে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। সবাইকে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি ।

 

এসময় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার উপস্হিত ছিলেন।

আরো পড়ুন