রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:০৩ পূর্বাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ভাসানচরে পুনর্বাসিত রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে নির্মিতব্য চিকিৎসা কেন্দ্র ও রোগী পরিবহনের জন্য বরাদ্দকৃত এম্বেলেন্সের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরীর চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের হাতে এই চাবি হস্তান্তর করা হয়। চাবি গ্রহনকালে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবুল আতা মুহাম্মদ এমাদুদ্দিন, চীফ একাউন্ট্যান্ট মুহাম্মদ বোরহান উদ্দিন,ডিভাইন গ্রুপের এমডি, লোহাগাড়ার কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, মোহাম্মদ সালামাত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ প্রমুখ। উল্লেখ্য, ভাসানচরে পুনর্বাসিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আশ্রয়, শিক্ষা, বিশুদ্ধ পানীয়, চিকিৎসা খাতে সেবা দেওয়ার লক্ষ্যে আরব বিশ্ব, ইউরোপসহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দাতা সংস্থা ও ব্যক্তিবর্গের সাথে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চুক্তিবদ্ধ হয়েছে।