প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১০:৩২ এ.এম
ভাগ্য বদল হয়নি, ফিরেছে আতিকের নিথর দেহ
শহীদুল ইসলাম বাবর
জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের গিয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়াডের ভোলা খলিফা বাড়ির আতিকুল ইসলাম আকাশ (২৪) এর নিথর দেহটি দেশে পৌছেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আটটার সময় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে আতিকের মরদেহটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। সেখান থেকে রাত নয়টার সময় একটি এম্ব্যুল্যান্সে করে রাত দশটার সময় কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে এসে পৌছে। নিহত আতিকের চাচা ইসতিয়াক উদ্দিন ইমন বিষয়টি নিশ্চিত করেছেন। ভাগ্য বদলের জন্য গত বছরের ১৭ সেপ্টম্বর সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো আতিকের লাশ গ্রামে এসে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। ইমন জানান, কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়াডের ভোলা খলিফা বাড়ির দারুল ইসলাম দারেক এর একমাত্র সন্তান আতিক ছিলেন আরব আমিরাতের আজমান শহরে। সেখান থেকেই গত ২৬ জানুয়ারী শুক্রবার থেকে নিখোঁজ হয় আতিক। এরমধ্যে গত ৩০ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় আজমানের পুলিশ লাশ শনাক্তের জন্য সেখানে অবস্থানরত বাংলাদেশীদের খবর দিলে আতিকের পরিচিতজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে । আতিকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় আতিককে হত্যা করা হয়েছে বলে ধারনা করলেও কে বা কারা কি কারনে হত্যা করেছে তা জানা যায়নি। । স্থানীয় নুর উদ্দিন বলেন, আতিক ছিল অত্যান্ত সৎ ও মেধাবি ছেলে। শুধুমাত্র পরিবারে আর্থিক সচ্ছলতা আনার জন্য আরব আমিরাতে গিয়েছিল সে। কিন্তু সচ্ছলতা নিয়ে ফিরতে পারেনি। ফিরেছে আতিকের নিথর দেহটি।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত