লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ব্যবসায়ীদের প্রাণের সংগঠন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জনগুরুত্বপুর্ণ হাট মনুফকির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর উক্ত কমিটিতে ইউপি সদস্য ও ব্যবসায়ী মুহাম্মদ রফিক উদ্দিনকে আহবায়ক এবং বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী খোকন চন্দ্র দাশ সওদাগরকে সদস্য সচিব করে ১২জন বিশিষ্ঠ এ কমিটির অনুমোদেন দেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
কমিটির অন্যান্য সদস্যরা হল যথাক্রমে আনোয়ার সওদাগর, আইয়ুব সওদাগর, জাফর সওদাগর,রাশেদ সওদাগর,জকরিয়া সওদাগর, শিবু রুদ্র সওদাগর, মুহাম্মদ শহিদ মোস্তাক সওদাগর, রাজিব কান্তি রুদ্র ও কাইছার হাসান।
বিগত ৮ বছর ধরে মনুফকির হাট বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসলেও কোন নিয়ম শৃঙ্খলা ছিলনা। সরকারের বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হয়ে আসছিল। বাজারে ৮ বছর ধরে কোন কমিটি না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। ব্যবসায়ীদের স্বার্থে আমরা মাননীয় এমপি মহোদয়কে আবেদন করে মনুফকির হাট বাজারের বিভিন্ন বিষয়ে অবগত করি। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য মাননীয় এমপি মহোদয় আমাকে আহবায়ক করে খোকন চন্দ্র দাশকে সদস্য সচিব করে ১২জন বিশিষ্ঠ একটি কমিটির অনুমোদন দেন।
ব্যবসায়ীদের কল্যাণের জন্য বাজারের শান্তি শৃঙ্খলা ও সুন্দরভাবে ব্যবসা পরিচালনার জন্য ১২জন বিশিষ্ঠ মনু ফকির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি অনুমোদন দেওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।