লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় ১নং ওয়ার্ডস্হ হোসেননগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২জন শ্রমিক কে আটক করে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এসময় একটি গহীন জঙ্গলে লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দ করা হয়।
আটককৃতরা হল সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার রঈ পাড়া সোলতান আহমদের পুত্র জসিম উদ্দিন(৩২) এবং বাঁশখালির জাকির আহমদের পুত্র মুহাম্মদ শাহজাহান(২১)।
২০ জানুয়ারী সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা।
তিনি জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ হোছেননগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছিল প্রভাবশালীরা। এলাকায় সাধারণ জনগণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ২জনকে আটক করে পরিবেশ আইনে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
অভিযানের খবর পেয়ে এক্সক্যাভেটর নিয়ে পালিয়ে যাওয়ার সময় গহীন জঙ্গলে লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দ করা করেছি । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়নসহ অনেকেই।