রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:০৪ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক্টর গাড়ির ধাক্কায় দেয়াল চাপা পড়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১১ডিসেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলিম সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তানিশা আক্তার ৮।সে ওই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বাড়ির দেওয়াল, ভেতরের সাইটে দেওয়ালের কাছাকাছি গিয়ে ট্রাক্টর গাড়ি সাইট করছিলেন চালক, মূহুর্তে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালকে ধাক্কায় দেয়। দেয়াল ভেঙে রাস্তার ওপর পড়ে। পথিমধ্যে রাস্তা দিয়ে যাওয়া দুজন শিশু দেওয়ালের নিচে চাপা পড়ে। একজন সামান্য আহত হলেও তানিশা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত
চিকিৎসক বলেন, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চুনতি পুলিশ ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধর।