রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:০৬ পূর্বাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আলহাজ্ব মাওলানা নুরুল কবির সাহেব (রহঃ) এবং প্রতিবেশীর উদ্যোগে ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সঃ মাহফিলের ৭ম দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদে মাগরিব ৭ম অধিবেশনে বড়হাতিয়া লালির বাপের বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া কামিল এম.এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আলহাজ্ব হাফিজুল হক নিজামী ।
মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,চট্টগ্রামস্হ পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ঠ আলেমেদ্বীন ও গবেষক অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল।
বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মিরান হোসেন মিজান, লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার সহ অনেক নেতৃবৃন্দ।
এছাড়াও এলাকার মুরব্বীসহ অনেক যুবক ও তরুণরা উপস্হিত ছিলেন।
মাহফিলে আগত সকলের জন্য তাবরুকের ব্যবস্হা করা হয়েছে।