বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:১৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের লোহাগাড়ায় কঠোর অবস্থানে উপজেলা প্রসাশন ও থানা প্রশাসন।বৃস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় মনিটরিং করে ব্যবসায়ীদের কে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদুল ইসলাম।অভিযানকালে লোহাগাড়া শহর পরিচালনা কমিটির সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি তেজেন্দ্র বাবুসহ থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান,সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনী খাদ্যপণ্য খেজুর, তেল, ডাল, মাছ-মাংসসহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম যাচাই করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে সকল ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি। কোন ধরণের নিত্যপণ্যের দাম অতিরিক্ত দামে বিক্রি করা যাবেনা। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।