শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বেকার সমস্যা দুরীকরণ, সন্ত্রাস, মাদকরোধে কাজ করব:এমএ মোতালেব

প্রকাশিত : ৯:০১ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ মোতালেব সিআইপি বলেছেন, অনেক সম্ভাবনাময় এলাকা হচ্ছে সাতকানিয়া। এ সাতকানিয়ায় ইন্ড্রাষ্টি স্থাপনের মাধ্যমে বেকারত্ব দুরীকরণ ও মানুষদের স্বাবলম্বি করে গড়ে তুলতে আমার প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, সাতকানিয়ার যুব সমাজকে মাদক গ্রাস করে নিচ্ছে। আমাদের যযুব ও ছাত্র সমাজকে মাদকের ধাবা থেকে রক্ষা করতে হবে। মাদকের বিষয়ে আমার নীতি থাকবে জিরো টলারেন্স। কেননা মাদক শুধু মাত্র যুবক কিংবা একজন ছাত্রকে গ্রাস করেনা। পুরো সমাজকেই গ্রাস করে ফেলে। এ জন্য মাদক বিরোধী কার্যক্রম জোরালো করতে হবে। শিক্ষার ক্ষেত্রে সাতকানিয়া এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাতকানিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হচ্ছে। এরি মধ্যে আমি নিজে চীববাড়ী এম এ মোতালেব কলেজ নামে নিজস্ব অর্থায়নে একটি কলেজ প্রতিষ্ঠা করেছি। এ কলেজটি ফলাফলের ক্ষেত্রে বর্তমানে সাতকানিয়ায় প্রথম। শুধু এ কলেজ প্রথম হলে হবেনা। সাতকানিয়ার সবকটি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে চট্টগ্রামের মধ্যে প্রথম হতে হবে। তাহলে আমরা ধরে নিব আমরা শিক্ষায় এগিয়ে আছি। কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করার উপর গুরুত্ব দিয়ে এম এ মোতালেব সিআইপি বলেন, এখানে টেকনিক্যাল স্কুল, কলেজ স্থাপন করতে হবে। তাহলে এলাকায় বেকার যুবক থাকবেনা। তারা দ্রæত অর্থ উর্পাজন করে সাতকানিয়ার জীবন যাত্রার মান পরিবর্তণ করতে পারবে।
প্রচারনায় বিএনপি প্রার্থীকে বাধা প্রদান, নেতাকর্মীদের হয়রানী প্রসঙ্গে তিনি বলেন, সাতকানিয়ার কোথাও তার নেতাকর্মীদের দেখা যাচ্ছেনা। নেই পোষ্টার ব্যানারও। তাহলে তাকে কেন আমি হয়রানী করব। আমি কাউকে হয়রানীর পক্ষে না। জনগনের খেদমত করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি, জনগন চাইলে নির্বাচিত হব, না হয় হবনা। তাই বলে প্রতিদ্বন্ধি প্রার্থীকে হয়রানী করতে হবে এমন কোন কথা নেই। সাতকানিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাতকানিয়া উপজেলাটি ২টি আসনে বিভক্ত হলেও দুই আসনেই নৌকা নিয়ে বিজয়ী সংসদ সদস্য রয়েছে। আমিও যদি নৌকা নিয়ে বিজয় হতে পারি তাহলে দুই এমপির সাথে সমন্বয় করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব। এতে কোন সমস্যা হবেনা। এমপি ও উপজেলা চেয়ারম্যান মিলে একটি টিম ওর্য়াকের মাধ্যমে সাতকানিয়ার উন্নয়নকে এগিয়ে নিব। নির্বাচনে জয় পরাজয় আছে, পরাজয় হলেও আমি মানুষের রায়কে মেনে নিব। এমন মনমানসিকতা আমার রয়েছে।

আরো পড়ুন