বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

বিসিডিস্এর অধীনে ৬৪ তম কম্পিউটার কোর্সের পরিক্ষা হাটহাজারী কলেজ গেইটস্থ স্বদেশ কম্পিউটার্স এর পরীক্ষা

প্রকাশিত : ১০:১২ অপরাহ্ন বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

খোরশেদ আলম শিমুল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজি নংঃ ৩০১৭(৫৩০)/২০০২ কর্তৃক পরিচালিত সদস্য বাংলাদেশে বিসিডিস্এর অধীনে ২৬০টি অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে ৬৪ তম কম্পিউটার কোর্সের পরিক্ষা হাটহাজারী কলেজ গেইটস্থ স্বদেশ কম্পিউটার্স এর পরীক্ষা দেশ ব্যাপী একযুগে সকাল ০৯ টায় অনুষ্টিত হয়।
স্বদেশ কম্পিউটার্স এর পরিচালক আবু মনছুর চৌধুরী জানান, বাংলাদেশে বিসিডিস্এর অধীনে ২৬০টি অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে স্বদেশ কম্পিউটার একটি এর অধীনে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলমেন্ট সোসাইটি (বিসিডস্)বোর্ডের ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা-ইন-গ্রাফিক্স ডিজাইন, ডিপ্লোমা-ইন-কম্পিউটার হার্ডওয়্যার এবং বেসিক অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।এসময় অংশ গ্রহন কারী শিক্ষার্থীদেও পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও ব্যবাহারিক এই তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হয়।

আরো পড়ুন