বুধবার, ০৩ জুলাই ২০২৪

বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা’র বিদায়

প্রকাশিত : ৪:০৫ অপরাহ্ন বুধবার, ০৩ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

হিন্দু ধর্মের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ দিন শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে দশভূজা দেবী দুর্গার বিদায়ের সুর বেজে উঠেছে। জল তর্পণের মাধ্যমে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়। বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। চলবে রাত অবধি।

সারাদেশে চলছে প্রতিমা বিসর্জন।চারদিন পূজার পর মাকে বিদায় জানানো সত্যিই কষ্টের। আমরা মায়ের কাছে অনেক কিছু চেয়েছি। আজ মা আমাদের পর করে চলে গেলেন বলে জানিয়েছেন রুপকুমার নন্দী খোকন নামে এক ভক্ত।

মায়ের বিসর্জন দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লাম বলেন সাতকানিয়া সদর কালীমন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক উত্তম ধর অপু।

রাজীব কুমার ধর নামে অপর ভক্ত বলেন, মাকে বিদায় দিচ্ছি এটা মানতে পারছি না। তবুও বিদায় দিয়েছি। তবে এক বছর পর আবারও মা আমাদের মধ্যে ফিরে আসবেন।

বিসর্জন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জসীম উদ্দীন বলেন,আওয়ামী লীগ সবসময় সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান সনাতন ধর্মাবলম্বী মানুষ।

আরো পড়ুন