বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিষধর সাপের কামড়ে বান্দরবানের যুবক আহত,লোহাগাড়ায় স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি

প্রকাশিত : ৪:৪৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

পার্বত্য বান্দরবান জেলার বান্দরবান আজিজনগর এলাকার আল আমিন (২৬) নামে এক যুবক সাপের কামড়ে আহত হয়েছে।
আহত আল আমিন ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র।

১০ অক্টোবর সকালে বিষধর সাপে কাটা রোগীর চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

তিনি জানান,গতকাল দিবাগত রাত ৩টার দিকে আল আমিন কে বিষধরে সাপে কামড় দিলে তার পরিবারের সদস্যরা তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসে। তিনি দ্রুত চিকিৎসা সেবা পেয়েছেন, এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরফানা ইয়াসমিন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মোবাশ্বের রাজিব, মেডিকেল অফিসার (ডিসি) ডা. জিয়া আহমেদ।

আরো পড়ুন