রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মানবাধিকার সম্মাননা পেলেন অামিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস.এম. ইউনুছ
আজ ১০ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা পাবলিক হলে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখা কর্তৃক অায়োজিত ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি,সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপির সহধর্মিণী, বিশিষ্ট নারীনেত্রী ও মানবাধিকার কর্মী রিজিয়া রেজা চৌধুরী এবং উদ্বোধক লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের হাত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান , সমাজসেবক ও দানবীর এসএম ইউনুছ।