শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৪৬ অপরাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম ১৫( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য , আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান , বিশ্ববরেণ্য আলেমীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বাংলাদেশ বিমানে যান্ত্রিক ক্রটির কারণে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ায় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী আয়োজনে দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ডিসেম্বর) বাদে আছর দোয়া ও শোকরানা মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ- সভাপতি মুহাম্মদ ইসমাইল চৌধুরী,লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী এবং আল হাদ্বারা ইসলামিক স্কুলের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্হিত ছিলেন এলাকার ব্যবসায়ী ফোরক আহমেদ, নুরুল আবছার, হামিদ হোসেন এবং অত্র এলাকারা শিক্ষা প্রতিষ্ঠানের স্নেহের ছোট ছাত্র-ছাত্রী বৃন্দরা।
মোনাজাত পরিচালনা করেন, আল হাদ্বারা ইসলামিক স্কুলের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিক।