রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:৫৮ পূর্বাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
গতকাল রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ স্টেশন ও বার আউলিয়া কলেজ গেইট সামনে হতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভারর্ভ্যান জব্দ করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ঢাকা হতে কাভার্ডভ্যান যোগে বাঁশগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাতেে ভিত্তিতে গতকাল রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করি।
এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
বর্তমানে বাঁশ ও কাভার্ডভ্যান গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।