শুক্রবার, ২৮ জুন ২০২৪

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ৪:৫০ অপরাহ্ন শুক্রবার, ২৮ জুন ২০২৪

শহীদুল ইসলাম বাবর

বাঁশখালীতে থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার নাম রশিদ আহমদ প্রকাশ রইস্যা (৫০)। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় গত ২৩ সেপ্টেম্বর দিনগত গভীর রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় থানার এএসআই বিপ্লব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দক্ষিণ সাধনপুর এলাকার আহমদ মিয়ার পুত্র রশিদ আহমদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১৯৯৮ সালে দায়েরকৃত একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজা দেন আদালত। এর পর থেকে পলাতক ছিল সে। সম্প্রতি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম বলে জানান ওসি রেজাউল করিম মজুমদার। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন